ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

জামালপুর: জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) ভোরে শহরের তেঁতুলিয়া এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে খোরশেদার বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার স্বজনরা গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্তবস্থায় খোরশেদাকে শ্বাসরোধ করে হত্যা করেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধারের পরে ওই গৃহবধূর ছোট ভাই মো. শাহীন ও স্বামী নাজিম উদ্দিনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।