ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় শুরু হওয়া তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে অবস্থিত।

ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।