ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য চায় বাসমালিকরা, শনিবার জানাবেন মোজাম্মেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য চায় বাসমালিকরা, শনিবার জানাবেন মোজাম্মেল

ঢাকা: রাজধানীতে গণপরিবহনে বাস মালিক-শ্রমিকদের প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত ভাড়া-নৈরাজ্যে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তারা এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির কাছে তথ্য চেয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান ওরফে রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ দাবি জানানো হয়।

অপরদিকে এ বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বাংলানিউজকে জানিয়েছেন আগামী শনিবার  (২৪ সেপ্টেম্বর)তিনি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন।

বিজ্ঞপ্তিতে বাস মালিক সমিতির দাবি করেছে, দেশের সড়ক পরিবহন খাতকে অশান্ত করার হীন উদ্দেশ্যেই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একের পর এক অসত্য ও মনগড়া তথ্য পরিবেশন করে আসছে। এতে সড়ক পরিবহন সমিতির নেতাদের সুনাম বিশেষভাবে ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি জনগণের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

এতে বলা হয়, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া তথ্য দিয়ে পরিবহন খাতকে অস্থিতিশীল করার দুরভিসন্ধি করছেন বলে আমাদের বিশ্বাস। যাত্রী কল্যাণ সমিতি কীসের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য পেয়েছে, সেগুলোর প্রমাণাদি অবশ্যই দিতে হবে। অন্যথায় মো. মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলানিউজকে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, আমরা জরিপ করে এ তথ্য পেয়েছি। এখন অসুস্থ আছি। সুস্থ হলে আশাকরি আগামী শনিবার এ জরিপের বিস্তারিত তথ্য দিতে পারব।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী রাজধানী ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত ভাড়া-নৈরাজ্য হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেন। পরে রোববার (১৮ সেপ্টেম্বর) যাত্রী কল্যাণ সমিতি একটি সংশোধনী বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার গণপরিবহনে প্রতিদিন ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানায়। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সমিতি।

বাংলাদেশ সময়: ২৩২৭, ১৯ সেপ্টেম্বর, ২০২২
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।