ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ  নৌকাবাইচ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের নামে এ নৌকাবাইচের আয়োজন করে স্থানীয় সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন।  

সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে নৌকাবাইচ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম প্রমুখ।

বড় নৌকা সরঙ্গ, বড় নৌকা ছিপ ও ছোট নৌকা এই তিনটি ক্যাটাগরিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচে মোট ১৮টি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ দেখতে নদের দুপাড়ে দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ লাখো মানুষ ভিড় করে। সর্বোপরি এ নৌকাবাইচকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।  

সন্ধ্যায় নৌকাবাইচে অংশ নেওয়া বিজয়ী নৌকা পরিচালনাকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বড় নৌকা সরঙ্গ ও বড় নৌকা ছিপ বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে উভয়কে নগদ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। এছাড়া ছোট নৌকার বিজয়ীদের নগদ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।