ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪
বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোর (৫০) ও লাঠিয়াল বাঁশফোর (৪৫)।  

ফায়ার সার্ভিস সদস্যদের লিডার আব্দুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুইজন পরিচ্ছন্নতা কর্মী মৃত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা না নিয়ে ওই দুইজন ট্যাংকে নেমেছিলেন। বিষাক্ত গ্যাসের কারণে তারা সেখান থেকে আর বের হতে পারেননি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।