ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় ক্রিকেট দলকে বিদায় সংবর্ধনা দিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
জাতীয় ক্রিকেট দলকে বিদায় সংবর্ধনা দিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বিদায় সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরোমি ব্রুয়ার। ঢাকা থেকে বিদায় নেওয়ার আগে হাইকমিশনার এ সংবর্ধনার আয়োজন করেন।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানায়।

বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  

এ সময় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরোমি ব্রুয়ার বলেন, জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় এমন এক সময়ে খেলতে যাচ্ছে যখন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপিত হচ্ছে। তিনি আশা করেন জাতীয় ক্রিকেট দলকে অস্ট্রেলিয়া যথাযথভাবে স্বাগত জানাবে। একইসঙ্গে তিনি জাতীয় ক্রিকেট দলকে শুভ কামনা জানান।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad