ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, অক্টোবর ৩, ২০২২
উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। তার বাবার নাম জব্বার আলী।

ওই শ্রমিকের সহকর্মী আলাল হোসেন জানান, তারা নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে ইট মাথায় নিয়ে সিঁড়ি বেয়ে তিনতলায় উঠাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ৩ তলা থেকে নিচে পড়ে যান তিনি। উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।