ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বড় বাজারের আগুনে ২ কোটি টাকার ক্ষতি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
খুলনায় বড় বাজারের আগুনে ২ কোটি টাকার ক্ষতি!

খুলনা: খুলনার বড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি পাইকারি দোকান। আগুনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টায় বড় বাজারের ভৈরব স্ট‌্যান্ড রোডের ডেল্টা ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো—খান ট্রেডি, কংসমনি, নিউ কংসমনি, নাহিদ ছাতা, সুরুচি বস্ত্রালয়, হোসেন হার্ডওয়ার ও গাজী অ্যালুমিনিয়াম।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, বুধবার দুপুর ১টা ৭ মিনিটে তারা আগুনের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের সড়কগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে বাজারের পাশে ভৈরব নদী থেকে পানি নিতে পারায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান মিঠু জানান, আগুনে সাতটি পাইকারি দোকান পুড়ে গেছে। এর ফলে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

খুলনা সদর থানার এএসআই মাহফুজ বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে হার্ডওয়ার ও পলিথিনের ৬/৭টি দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।