ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাপের ছোবলে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
সাপের ছোবলে শিশুর মৃত্যু

বরিশাল: বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাফিয়া নামে (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে।

স্থানীয় পশ্চিম চরামদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

রাফিয়ার বাবা রহিম সিকদার জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় তার মেয়ে। এ সময় কোনো এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। কিন্তু রাফিয়া ঘুমের ঘোরে থাকায় ঘটনাটি বুঝতে পারেনি। ঘরে এসে ঘুমিয়ে পড়ে সে। সকালে মেয়ের পায়ে রক্ত দেখতে পান স্বজনরা।

সাপের ছোবলের চিহ্ন দেখতে পেয়ে তারা রাফিয়াকে ওঝার কাছে নিয়ে যান। কিন্তু আগেই মৃত্যু হয় তার।

স্থানীয় চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন ও ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।