ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত 

নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় মুজিবুর নামে বিজিবির এক নায়েক সুবেদার 
গুরুতর আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধামইরহাট উপজেলার বস্তাবর ক্যাম্পের শাখাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এসময় কিছু চোরাকারবারি বিজিবি সদস্যদের ওপরে হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে বিজিবির এক সদস্য আহত হন।  
পরে বিজিবির অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।