ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ২৭ মণ জাটকা জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
ভোলায় ২৭ মণ জাটকা জব্দ, আটক ২

ভোলা: ভোলায় অবৈধভাবে পরিবহনের সময় ২৭ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।  

আটকরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার জসিম (৩৩) এবং সদর উপজেলার রামদাসপুর এলাকার বিল্লাল (৩০)।


 
শনিবার (১২ নভেম্বর) ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় পৃথক অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পরিবহনের সময় একটি অটোরিকশা ও একটি ইজিবাইক থেকে ২৭ মণ ১১ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।