ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে টাঙ্গাইল সখীপুরে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখীপুর পি এম পাইলট মডেল গভমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।  

জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তন্ময় কাঁচা বাঁশে পতাকা টাঙাতে গিয়ে বাসার পাঁচ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহতাবস্থা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রেজাউল করিম এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ