মৌলভীবাজার: মৌলভীবাজারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের লক্ষে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য ও চেইঞ্জ এজেন্টদের সামাজিক নিরীক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জাতীয় মহিলা বিষয়ক সংস্থার হল রুমে অ্যাডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়ার উপস্থিতিতে এ ওরিয়েন্টেশন হয়।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের বাস্তবায়নে প্রকল্প অবহিতিকরণ ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক সামাজিক নিরীক্ষা বিষয়ক চার সদস্য কমিটি গঠন করা হয়েছে। দিনব্যাপী অ্যাডভোকেসি নেটওয়ার্ক শীর্ষ নেতৃত্ব নিয়ে মুখ্য বিষয়ক ওরিয়েন্টেশন করা হয়।
সামাজিক নিরীক্ষার প্রাপ্ত তথ্য ফাইন্ডিং তথ্য তুলে ধরা ও গণশুনানি আয়োজন করা, অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের আইনগত অধিকার, মানবাধিকার, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, অ্যাডভোকেসি এবং সুশান বিষয়ক রিফ্রেশন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দলিত এবং আদিবাসী নারী ও বালিকাদের ঝুঁকির মাত্রা কমিউনিটি পর্যায়ে নিরাপত্তা নিরীক্ষণ পরিচালনা করা হয় এ ওরিয়েন্টেশনে।
এ সময় উপস্থিত ছিলেন ৭টি উপজেলা থেকে ৩ জন করে ২১জন সদস্য ও নাগরিক উদ্যাগের চেইঞ্জ এজেন্ট ৭ জনসহ অ্যাডভোকেসি নেটওয়ার্ক বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া ও ফ্যাসিলিটর ডিভিশনাল অ্যাসিটেন্ট মাইনুল হক।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
জেএইচ