ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাত,  গ্রেফতার ১

সাভার (ঢাকা): ঢাকার সাভারে পটুয়াখালির কলাপাড়ার অ্যাসিল্যান্ড আবু বকর সিদ্দিককে ছুরিকাঘাতের ঘটনায় টেরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে টেরা রাসেলকে চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরআগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বুধবার সকালে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতার টেরা রাসেল চাঁদপুর জেলার হাজিগঞ্জের মৃত আলী আকবর ছেলে। তিনি আশুলিয়ার ইসলামপুর ভাড়া থেকে একটি ছিনতাই চক্র গড়ে তোলে।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মাকে দেখার জন্য রাজধানীর মিরপুরে যান তিনি। সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত ১১টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মতিউর রহমান বলেন, দুপুরে সাভার মডেল থানা রাসেলকে আদালতে পাঠায়। বিকেলে তাকে আদালতে উঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।