রাঙামাটি: সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাঙামাটিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজেস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ।
এ সময় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোস্তাকিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমেদ ও সাধারণ সম্পাদক রাজীব চাকমা উপস্থিত ছিলেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ বলেন, সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার আর মানুষ হয়রানি বন্ধ করে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তবেই সাধারণ মানুষের মধ্যে যেমন অপরাধ প্রবণতা কমে আসবে, তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। মামলার জট তৈরি করা যাবে না।
বাংলাদেশ সময়: ১৭৫৯, নভেম্বর ১৯, ২০২২
এসআইএস