ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুটবল বিশ্বকাপ

৩২ দিনে ৮ লাখ টাকার পতাকা বিক্রি জিয়াউরের

এস.এস শোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
৩২ দিনে ৮ লাখ টাকার পতাকা বিক্রি জিয়াউরের

বাগেরহাট: ফুটবল বিশ্বকাপ মানে সারাবিশ্ব জুড়ে ক্রিড়ামোদীদের উন্মাদনা। কাতার বিশ্বকাপ উপলক্ষে এই উন্মাদনা ছড়িয়েছে পৃথিবী জুড়ে।

প্রিয় দলের প্রতি ভালবাসা প্রকাশ করতে দলীয় জার্সি ও সংশ্লিষ্ট দেশের পতাকার জুড়ি নেই। এই কারণে বিশ্বকাপ মৌসুমে সারাদেশে প্রচুর পতাকা বিক্রি হচ্ছে। গত ৩২ দিনে ৮ লাখ টাকার পতাকা বিক্রি করেছেন জিয়াউর রহমান। আগামী ৭ দিনে আরও ৫ লাখ টাকার পতাকা বিক্রির আশা রয়েছে তার।

মধ্য বয়সী জিয়াউর রহমান হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। বিভিন্ন উৎসব ও দিবসে পতাকা বিক্রি করাই তার একমাত্র পেশা।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড মোড়ে কথা হয় জিয়াউর রহমানের সঙ্গে। এবারের বিশ্বকাপে অনেক বেশি বিক্রির পাশাপাশি লাভও ভাল হয়েছে দাবি করে তিনি বলেন, পতাকা বিক্রিই আমার একমাত্র পেশা। বিশ্বকাপ উপলক্ষে ৩২ দিন ধরে পতাকা বিক্রি করছি। আমার আরও তিনজন সহযোগী রয়েছে। এবার ৮ লাখ টাকার পতাকা কিনেছিলাম। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিন্দি, ঢাকা, কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন জেলায় পতাকা বিক্রি করেছি। ইতোমধ্যে আট লাখ টাকার পতাকাবিক্রি করেছি। আমার কাছে এখনও ৫ লাখ টাকার পতাকা রয়েছে। বর্তমানে বাগেরহাটে আছি, আশাকরি বিশ্বকাপ শেষ হওয়ার আগে আমার পতাকা বিক্রি শেষ হয়ে যাবে। এবার বেঁচাকেনা অনেক ভাল।

তিনি আরও বলেন, শুধু আমি নয়, বিশ্বকাপ উপলক্ষে এরকম আরও অনেকে পতাকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এর আগে ৩টা বিশ্বকাপে আমি পতাকা বিক্রি করেছি। যত উৎসব, দিবস আর বিভিন্ন আয়োজন রয়েছে তার মধ্যে বিশ্বকাপের সময় সর্বাধিক পতাকা বিক্রি হয়। সবার প্রিয় দল ভাল খেলুক সেই প্রত্যাশা করি।

পতাকার দাম সম্পর্কে জিয়াউর রহমান বলেন, আমরা মূলত বাংলাদেশি পতাকাসহ বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নিয়েছে সবার পতাকা বিক্রি করি। এবার সব থেকে বেশি বিক্রি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। এরপরেই রয়েছে জার্মান, স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশ। কেউ কেউ সৌদি আরবের পতাকাও কিনেছে। প্রতিটি পতাকা আকার ভেদে ১০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত বিক্রি করি আমরা।

জিয়াউর রহমানের কাছ থেকে পতাকা কেনা ফুটবলভক্ত নাইম শেখ বলেন, শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনার র‌্যালি ছিল, তখন ৫টা পতাকা কিনেছিলাম। বাসার পাশের ছাদে এক ভাই দশটি পতাকা টাঙিয়েছেন। তাই আমি আজ আরও ৫টা কিনলাম। বিশ্বকাপ তো আর দিন দিন আসে না, তাই একটু ইচ্ছে পূরণ আরকি।

২০ নভেম্বর রাতে কাতারের আল বায়ক স্টেডিয়ামে কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২২। এবারই প্রথম আরব বিশ্বের কোনো দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। কাতারের ৮টি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আসরে ৩২টি দল অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।