কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন-প্যাথিডিনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ৩৭০ পুরিয়া (৫৫ গ্রাম) হেরোইনসহ দুই মাদকবিক্রেতা এবং কদমতলী গোল চত্ত্বর এলাকা থেকে ৩২ পিস প্যাথিডিনসহ একজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- মো. রমজান মাতাব্বর (৩৯), মো. আলামিন (২৭) ও মোহাম্মদ আলী (৩৭)।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ উপজেলাসহ ঢাকার বিভিন্নস্থানে মাদক সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুইটি পৃথক মাদক মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এফআর