ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

রায়ে কানাডা প্রবাসীদের তীব্র ক্ষোভ

কানাডা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৩
রায়ে কানাডা প্রবাসীদের তীব্র ক্ষোভ

টরন্টো থেকে: কাদের মোল্লার বিচারের রায়ে প্রবাসী বাঙালিরা হতাশ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লাকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে যাবজ্জীবন দেওয়ায় এ ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেন প্রবাসী লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীরা।



বিবৃতি দাতারা মনে করেন, ৩৪৪টি খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে।

এ রায়ের পর ক্ষোভপ্রকাশ করে প্রবাসী লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীরা বলেছেন, এ রায় মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তকে অপমান করা হয়েছে।

বিবৃতিদাতারা হলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাবক রফিকুল ইসলাম, ছড়ালেখক লুৎফর রহমান রিটন, কবি ইকবাল হাসান, কথাশিল্পী সৈয়দ ইকবাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ড. মোজাম্মেল খান, ড. মাহবুব রেজা, সাংবাদিক সুমন রহমান, বেঙ্গলি টাইমস সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, কণ্ঠশিল্পী তপন চৌধুরী, সাংবাদিক মাহাবুবুল হাসান নীরু, কথাশিল্পী রাকীব হাসান, কবি নাহার মনিকা, অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস, অরুণা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
এমএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।