ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

টিনের মগ! ।। আহসান হাবীব

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
টিনের মগ! ।। আহসান হাবীব

এক বড় ব্যবসায়ী একটা বারে ঢুকলেন। ধরা যাক চট্টগ্রামের এক বড় ব্যবসায়ী ঢাকায় এসেছেন ব্যবসার কাজে।

কাজ টাজ সেরে সন্ধ্যায় ঢুকলেন কোনো একটা ফাইভ স্টার হোটেলের বারে। হালকা মদ্য পান করতে, তার প্রিয় পানীয় হুইস্কি। দুই তিন পেগ খেলেন সঙ্গে হালকা পাতলা কাজু বাদাম। পান শেষে বিল টিল মিটিয়ে বাইরে এসে গাড়িতে উঠতে যাবেন, এ সময় দেখেন হোটেলের বাইরের ফুটপাতে সৌম্য দর্শনের এক বয়স্ক লোক দাঁড়িয়ে।

সাদা আলখাল্লা পরা মাথায় সাদা পাগড়ি, হাতে একটা টিনের মগ। মাঝে মাঝে লোকজন সেই টিনের কৌটায় টাকা পয়সা দিচ্ছে... লোকটা তখন বিড় বিড় করে ভরাট স্বরে বলছে ‘ইশ্বর আপনার মঙ্গল করুন...’। ব্যবসায়ী ভদ্রলোকের বেশ পছন্দ হল লোকটাকে। এগিয়ে গিয়ে তিনিও তার কৌটায় একটা একশ টাকার নোট ঢুকিয়ে দিলেন। তখন সাদা পাগড়ির লোকটা বলে উঠল—
- মাফ করবেন আপনার অর্থ আমি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
- কেন?
- কারণ আমি খেয়াল করেছি আপনি এই হোটেলের বার থেকে মদ্যপান করে বের হয়েছেন।
- তাতে সমস্যা কি?
- দেখুন এই মদ... পৃথিবীর বিশুদ্ধ জনগোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে। নেশা করাকে ঈশ্বর ঘৃণা করেন... মদ্যপায়ীরা কখনো সমাজে ভালো কোনো কাজ করতে পারে না...।
- দেখুন আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি একজন সফল ব্যবসায়ী। আমার স্ত্রী আছে দুটো বাচ্চাও আছে। আমি সংসারেও একজন সফল স্বামী আর বাবা। আমি প্রচুর দান খয়রাত করি। আমি আমার এলাকায় স্কুল-কলেজ-মাদ্রাসা করেছি, সমাজ সংসারের বহু উন্নয়নমূলক কাজ এখনো করছি। ...হ্যাঁ আমি মাঝে মাঝে মদ্য পান করি... সেজন্য আমার লাইসেন্সও আছে। কিন্তু কই সমাজের প্রতি আমার দায়িত্ব পালনে তো কোনো ব্যত্যয় ঘটছে না।
- ক্ষমা করবেন আমাকে... আমি এটা বিশ্বাস করতে পারছি না। মদের গ্লাস আসলে একটা পাপের আধার আর তাতে থাকে তরল বিষ... যা এই বিশুদ্ধ সমাজ সংসারকে কুরে কুরে খাচ্ছে...!

ব্যবসায়ীর তখন কেমন যেন রোখ চেপে গেল। তিনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি বললেন, ‘দেখুন আপনি একটি ভুল ধারণা নিয়ে আছেন। আমার মনে হয় আপনি এই জীবনে অন্তত এক পেগ হুইস্কি খেয়ে দেখুন... এটা কখনই পাপের আধার বা তরল বিষ নয়, এটা মানুষের জীবনী শক্তি বাড়ায়... আপনি কি জানেন ডাক্তাররাও অনেক সময় মদ পানের প্রেসক্রিপশন করে থাকেন...?’

- আপনি যেভাবে বলছেন তাতে আমার মনে হচ্ছে এই জিনিষ এক পেগ খেয়ে দেখি... কিন্তু ক্ষমা করবেন ওই পাপ আমার ঠোঁট স্পর্শ করবে না কখনো...
- প্লিজ আপনি আমার সঙ্গে চলুন অন্তত এক পেগ খেয়ে দেখুন এটা পাপ বা বিষ কখনই নয়।
ব্যবসায়ীর জোরাজুরিতে সাদা পাগড়িওয়ালা অবশেষে নিমরাজি হলেন।
- কিন্তু আমার পক্ষে ওই পাপ-পঙ্কিলময় বারে ঢুকে মদ্য পান করা সম্ভব নয়, বরং...
- বরং?
- বরং আপনি আমার এই এই টিনের কৌটায় করে একটু নিয়ে আসুন দেখি খেয়ে... আপনি যখন এমন করে বলছেন...
- বেশ
ব্যবসায়ী সাদা পাগড়িওয়ালার টিনেরকৌটাটা নিয়ে আবার বারে ঢুকলো। নিজের জন্য আরো এক পেগ হুইস্কির অর্ডার দিল আর বেয়াড়াকে বলল, ‘এই টিনের মগটা ভরে একটু হুইস্কি দিন দয়া করে...’ বেয়াড়া টিনের মগটা হাতে নিয়ে বিড় বিড় করে বলল, ‘উফ... এই নিয়ে চারবার ওই সাদা পাগড়িওলার টিনের মগটা ভরলাম!’
Ahsan

 

লেখক : রম্যলেখক, সম্পাদক, উন্মাদ

 

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।