সিরাজগঞ্জ: ‘২০১৫’ আমার সাংবাদিকতা জীবনের স্বর্ণালী একটি বছর। কারণ এ বছরের শুরুর দিক থেকে আমি প্রকৃত সাংবাদিকতা শিখতে থাকি।
সাংবাদিকতাকে ধ্যান-জ্ঞান হিসেবে নিয়ে তীব্র প্রতিযোগিতা শেষে ১ এপ্রিল থেকে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ পাই। সেই থেকে শুরু হয় আমার নুতন শিক্ষাজীবন। আর বাংলানিউজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে পথচলা শুরু করি।
২০০০ সালে সিরাজগঞ্জের একটি মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার সুবাদে মানবাধিকার বিষয়ক মাসিক পত্রিকা “ শিহরণ” এর সম্পাদনার দায়িত্ব পাই। সেখান থেকে স্থানীয় একটি পত্রিকায় সহ-বার্তা সম্পাদক পরে বার্তা সম্পাদকের দায়িত্ব পাই। এভাবেই সাংবাদিকতা পেশায় কাটলো পনেরটি বছর।
তবে পনের বছরের সাংবাদিকতা জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলানিউজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারা। ১৫ বছরে আমি যেটুকো শিক্ষালাভ করেছি, বাংলানিউজের সঙ্গে কাজ করতে এসে মাত্র ৫/৬ মাসে তার দিগুণ শিক্ষা অর্জন করেছি। এখানে কাজ করার যে কি আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। যারা বাংলানিউজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারা নিশ্চয়ই সেই আনন্দটুকো অনুধাবন করতে পারছেন।
বাংলানিউজ শুধু নিউজ পোর্টালই নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান-যেখানে থেকে প্রকৃত সাংবাদিকতার কাকে বলে তা শেখা যায়। এখানে কর্মরত সাংবাদিকরা শিক্ষকের মত দিক নির্দেশনা দেন, যেটা একজন জেলা প্রতিনিধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্য কোনো মিডিয়ায় এই শিক্ষনীয় বিষয় আছে কিনা, আমার জানা নেই। তাই বাংলানিউজই আমার সর্বশ্রেষ্ঠ কর্মস্থল।
বাংলানিউজের আগামীর পথচলার গর্বিত সৈনিক হিসেবে নিজেকে আজীবন সম্পৃক্ত রাখতে চাই।
পরিশেষে আমি বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন স্যারসহ সব কর্মকর্তা, সাংবাদিক ভাই-বোনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এএটি/এসএইচ