যেদিন আমি ছোট্ট ছিলাম
যুবক ছিলেন বাবা,
সে দিনটি আসবে ফিরে
যায় কি তা আজ ভাবা ?
বাবার কাছেই হাঁটতে শিখি
শিখি চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার
জড়িয়ে তার গলা।
বাবার হাতেই হাতেখড়ি,
প্রথম পড়ালেখা।
বিশ্বটাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা।
আজকে বাবার চুল পেঁকেছে
গ্রাস করেছে জ্বরা,
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।
বাবা এখন চশমা পড়েন
পার করেছেন আশি,
আজো তাকে আগের মতোই
অনেক ভালোবাসি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআর