ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাদের সুযোগ দেবেন না: ওবায়দুল কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
তাদের সুযোগ দেবেন না: ওবায়দুল কাদের

ময়মনসিংহ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে অনেকেই আছেন, যারা আমাদের ছোট করে দেখাবে। তাদের সুযোগ দেবেন না।

বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। সংগ্রামের ইতিহাস। পাশাপাশি ষড়যন্ত্রেরও ইতিহাস।  

ময়মনসিংহে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দর্শক সারির প্রায় অর্ধেক চেয়ার দেখে এসব কথা বলেন তিনি।  

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

নিজের বক্তব্য চলাকালে সামনের চেয়ারগুলো খালি দেখে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের আসন গ্রহণের আহ্বান জানান সেতুমন্ত্রী।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,প্রিয় ভাই বোনেরা- যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই এখানে এসে আসন গ্রহণ করুন।  

তবে দলের এই র্শীষ নেতার আহ্বানে দলীয় নেতাকর্মীরা খালি চেয়ার পূরণ না করলে বক্তব্যের এক পর্যায়ে তিনি আবারও বলেন, রাস্তায় লোক। সমাবেশের মাঠে প্রচণ্ড রোদ, তাই মাঠে দাঁড়ানো যাচ্ছে না। সে জন্য লোক গাছের ছায়াতলে আশ্রয় নিয়েছে। তবে ময়মনসিংহ আজ মিছিলের নগরী।  সবাই রাস্তায়, আমাদের প্রকৃত জনসভা এটা, মাঝখানে আসন আছে। সৌন্দর্য্য রক্ষা করার জন্য একদিন কষ্ট করেন।  

আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, সম্মেলনে লাখো লোকের সমাগম ঘটেছে। কিন্তু মাঠে রোদের তাপমাত্রা বেশি থাকায় অনেকেই চেয়ারে না বসে রাস্তায় দাঁড়িয়ে ছিল।

এর আগে বেলা ১১ টা ৫৪ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা একেএকে মঞ্চে উঠে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বক্তব্য পর্ব শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।