ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, ডিসেম্বর ৫, ২০২২
বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

বরিশাল: কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের হাসপাতাল রোড এলাকা থেকে এ মিছিল বের করা হয়।

যা নগরের বিভিন্ন সড়ক হয়ে সদররোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলেরর সহ-সভাপতি খাইরুল ইসলাম শাহিন, অলিউল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক জি.এম মনির প্রমুখ।

বক্তারা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ সব বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।