ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যাত্রাবাড়ীতে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
যাত্রাবাড়ীতে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার 

ঢাকা: নাশকতার একটি মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।  

বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিন জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- বেগমগঞ্জ যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান, চাঁদপুর কচুয়ার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সোনাইমুড়ি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ।  

বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মুহিতুল ইয়ামিন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের এক সভায় নাশকতার একটি ঘটনা ঘটেছিল। উচ্ছৃঙ্খল কিছু জনতা বা দলের লোকজন দেশে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা ফাটিয়ে নাশকতা করা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল তারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।  

এদিকে রাজধানীতে বিশেষ অভিযান চলছে পুলিশের। সেই ধারাবাহিকতায় যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।