ঢাকা: আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এই লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে দলটি তাদের ব্যানার পোস্টার লাগায়।
তবে বুধবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে বিএনপি কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেই সঙ্গে রাতেই নয়াপল্টনের সড়কের দুই পাশে থাকা ব্যানার পোস্টার খুলে পরিষ্কার করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীরা বাংলানিউজকে জানায়, সড়কের আশপাশ পরিষ্কার করতে এসব ব্যানার পোস্টার খুলে ফেলা হচ্ছে। আমরা সড়কের জঞ্জাল পরিষ্কার করছি।
সরেজমিনে দেখা যায়, পল্টনে ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীরা ব্যানার পোস্টার খুলে সব করপোরেশনের ট্রাকে তুলে নিচ্ছে। এদিকে ভ্যানে করেও এসব আবর্জনা নিয়ে যাচ্ছে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসজেএ/আরএ