ঢাকা: জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির নেতারা। সেটি শেষ হয়েছে।
বৈঠক শেষে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, প্রত্যেক বিষয়ে নিজ নিজ দেশকে জানানো প্রতিটি রাষ্ট্রদূতের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেন ও আলোচনা করেন।
খসরু আরও বলেন, কূটনৈতিকদের দায়িত্ব একটি দেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক বিষয় তাদের হেডকোয়ার্টারে জানানো। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে। তবে, এ ধরনের দ্বিপাক্ষিক বৈঠাগুলো নিজেদের মধ্যেই থাকা ভালো।
এ সময় শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের মন্তব্য নিয়ে সাংবাদিকরা খসরুকে প্রশ্ন করেন। উত্তরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জয় পরাজয় মানুষের সিদ্ধান্ত। মানুষ সুযোগ পেলে ভোট দেবে।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
টিএ/এমজে