ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ.লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, ডিসেম্বর ১২, ২০২২
বরিশালে আ.লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরিশাল: বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরের সদর রোডের সিটি কলেজের পাশে নামফলক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা।

বর্তমানে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলে সিটি করপোরেশনের ভাড়া ভবনে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।