ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আ. লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, ডিসেম্বর ১৩, ২০২২
পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আ. লীগ নেতা সুমন আহাম্মেদ ভুঁইয়া। 

সাভার, (ঢাকা): দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাভারের আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সুমন আহাম্মেদ ভুঁইয়া।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার জামগড়া তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর আগে, ১০ ডিসেম্বর তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছি। আমার বাবার মৃত্যু পর আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে আমার এখন দলীয় কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়।

এ সময় তিনি কান্নারত অবস্থায় বলেন, যত দিন বেঁচে থাকবে ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন।

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আনারস প্রতীকে নির্বাচন করবেন সুমন আহাম্মেদ ভুঁইয়া। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।