ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’: ওবায়দুল কাদের

ঢাকা: ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ। আগামী জাতীয় সম্মেলনে ও নির্বাচনে এ অঙ্গিকার থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ পিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে প্রতারণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গিকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ। আমরা স্বপ্নের পদ্মা সেতু করেছি, কর্ণফুলী টানেল হচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। এতো কিছুর পরও ছলচাতুরী কোথায় করলাম আমরা?

কাদের বলেন, আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। তবে বাংলাদেশের খাদ্য সংকট হবে না, ইনশাল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয় বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, বিএনপির আমলে বিশ্বকাপ খেলার সময় কোথাও না কোথাও বিদ্যুতের জন্য ঝামেলা হয়েছে। তারা গণতন্ত্র গিলে খেয়েছে, এত বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমরা কারও সঙ্গে তা করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি তবে, হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।  

এ সময় সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, কাজ সম্পন্ন হয়েছে, এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসকে/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।