ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ইশরাকের ওপর হামলায় দায়ের করা মামলার বাদী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
ইশরাকের ওপর হামলায় দায়ের করা মামলার বাদী গ্রেফতার

ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ইমতিয়াজ আহম্মেদ জনিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে যাত্রবাড়ী থানা পুলিশ।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল হক জানান, গত ১০ ডিসেম্বর গোলাপবাগে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে জনিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইশরাকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় ইমতিয়াজ আহম্মেদ জনি বাদী হয়ে একটি মামলা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।