ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই প্রবাসী শ্রমবাজারে আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানো শুরু হয়, যা আজকের রেমিট্যান্স সাফল্যের মূলভিত্তি।
তিনি বলেন, দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিলে রেমিট্যান্স আয় বহুগুণ বাড়ানো সম্ভব।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, আর সামিটের পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী।
আমীর খসরু বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে বড় আকারের তহবিলের প্রয়োজন রয়েছে। সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে পারলে দেশের পুঁজিবাজার ফ্রন্টিয়ার থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিবিদরা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এক প্রবন্ধে বলেন, এখনো বাংলাদেশ ও সৌদি আরব একে অপরের শীর্ষ পাঁচ বাণিজ্য অংশীদারের মধ্যে নেই, অথচ সম্ভাবনা বিশাল। বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে উভয় দেশ পারস্পরিকভাবে উপকৃত হতে পারে।
সামিটে অংশ নিতে ঢাকায় এসেছে ২০ সদস্যের সৌদি প্রতিনিধিদল।
এসবিডব্লিউ/এসআই