ঢাকা: বিদ্যুতের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ হারিকেন মিছিল শুরু করেন দলটির নেতারা।
মিছিলের সময় দলটির নেতাকর্মীদের হাতে হারিকেন ও বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। এ সময় তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।
হারিকেন মিছিলে গণঅধিকার পরিষদ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।
হারিকেন মিছিলের আগে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মালেক ফরাজি, বিপ্লব কুমার পোদ্দার, সোহরাব হোসেন, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, জসিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, মোহাম্মদ আতাউল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।
বাংলাদেশ সময়:১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসসি/এসএম