ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মহিলা জামায়াতের কাছে ‘আর্থিক কোরবানি’ চাইলেন জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, সেপ্টেম্বর ২০, ২০২৫
মহিলা জামায়াতের কাছে ‘আর্থিক কোরবানি’ চাইলেন জামায়াত আমির

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে জেতানোর জন্য আর্থিক কোরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করতে মহিলা জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

জামায়াতের আমির বলেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির জয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।

অধিবেশনে তিনি নির্বাচনী জোট করার ইঙ্গিত দিয়ে বলেন, যারা জামায়াতকে পছন্দ করেন, ভালোবাসেন এবং জামায়াত যাদের পছন্দ করে, তাদের নিয়েই আগামীতে ৩০০ আসনে নির্বাচনের আশা করি।

ডা. শফিকুর বলেন, আওয়ামী ফ্যাসিবাদীর জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন জামায়াত নেতাকর্মীরা। অনেকেই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছি। অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।

অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।  

দিনব্যাপী অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ শীর্ষক’ বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।