ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় না এলে পিঠের চামড়া থাকবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় না এলে পিঠের চামড়া থাকবে না’ সভায় বক্তব্য রাখছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলে বাংলাদেশের অস্তিত্ব আর থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়াও থাকবে না।

সামনে নির্বাচন। তাই সবাইকে সচেতন থাকতে হবে। দলের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ’ 

শুক্রবার (১৭ মার্চ) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সালথা-নগরকান্দা উপজেলার আলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে লাবু চৌধুরী বলেন, আমি বেশিরভাগ সময় নগরকান্দা ও সালথায় থাকি। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন বলে আমি এমপি হয়েছি। তাই আপনাদের সেবা করতে পারছি। আমরা ক্ষমতায় আছি বলে, বিরোধী দল আছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। অন্য কোনোভাবে নয়।  

এমপি আরও বলেন, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। সামনের নির্বাচন নিরপেক্ষ হবে। আর সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে এ এলাকার মানুষদের চকের (মাঠের) মধ্যে থাকতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। তবে কেউ শান্তি বিনষ্ট করে লাঠি দিয়ে একবার আঘাত করলে আমরা পাঁচবার আঘাত করব।

ফরিদপুর-২ আসনের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নির্বাচনী আসনে কাইজ্জাকে (ঝগড়া-বিবাদ) কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। কাইজ্জার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমি সাজেদা চৌধুরীর ছেলে, আমি এ এলাকায় কাইজ্জা করতে আসিনি। রাজনীতি করতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে লাবু চৌধুরী বলেন, শেখ মুজিবুর শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। জাতির পিতার কন্যা গত ১৪ বছরে এদেশের জন্য কি না করেছেন তা আপনারা জানেন। বঙ্গবন্ধু হত্যার পর দেশে কি হয়েছিল তাও আপনারা জানেন। দেশের উন্নয়নে ও মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে গেছেন বঙ্গবন্ধু।  

সালথা উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম প্রমূখ।

এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।