ঢাকা: আর্থিক অনটন ও নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টভোগী রোজাদারদের সম্মানে মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চালু করেছে এবি পার্টি।
শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকেল সাড়ে ৫টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আরিফ বিল্লাহ বলেন, অত্যন্ত বরকত ও ফজিলতের মাস পবিত্র রমজানের প্রথম দিনে ইফতার বিতরণ উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। মহিমান্বিত এ মাসে এবি পার্টির উদ্যোগে প্রতিদিন দরিদ্র-অসহায় ছিন্নমূল মানুষকে ইফতার বিতরণ কর্মসূচি অবশ্যই প্রসংশনীয়। দেশের সামগ্রিক পরিস্থিতি যখন বিপর্যস্ত, লাগামহীন দ্রব্যমূল্যে যখন জনগণের নাভিশ্বাস উঠছে, ক্ষুধার জ্বালায় যখন বাবা-মা ছেলে সন্তানসহ সপরিবারে আত্মহত্যা করছে বলে পত্রিকায় খবর বের হচ্ছে, সেই কাল সন্ধিক্ষণে এবি পার্টির এ ইফতার বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।
সভাপতির বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণ-ইফতার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এবি পার্টির সহকারী সদস্য সচিব মাওলানা আনোয়ার ফারুক।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএইচ/আরবি