ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: সেলিম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, এটা শুধু নারায়ণগঞ্জের প্রোগ্রাম না। সারাদেশ থেকে মানুষ এসেছে।

তারা অতিথি। তাদের আপ্যায়ন করাই আয়োজক কমিটির কাজ। প্রশাসন থেকে জনপ্রতিনিধি সবাই আছে। কমিটির নেতাসহ সবাইকে ধন্যবাদ জানাই। আমি এমপি হওয়ার পরের বছরে এখানে একটা গুজবে ১০ জনের প্রাণ গেছে। এমন গুজব কেউ আবারও ছড়ানোর চেষ্টা করলে মনে রাখবেন এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমি পুলিশ সুপারকে কঠোরভাবে নির্দেশনা দিচ্ছি, গুজব ছড়ানো ব্যক্তি যেই হোক তাকে যেন ছাড় না দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১০টায় তিথিলগ্নে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দজী মহারাজ।  

স্নান উৎসব-২০২৩ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

পুণ্যার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আর একটা বছর অপেক্ষা করেন। উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে আপনাদের আর কোনো কষ্ট হবে না স্নান উৎসবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার। আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ, মহনগর জাতীয় পার্টির সাধারণ সম্পদাক ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসনে, বন্দর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। ।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।