ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডিসেম্বরেই রাজাকারদের তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
ডিসেম্বরেই রাজাকারদের তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেট: আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে বলে আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

তিনি বলেন, রাজাকারের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না।

বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে পার্টির (আওয়ামী লীগ) সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন। এটা আমার দেওয়ার ক্ষমতা নেই।

এর আগে বেলা ১টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে যান। বিকেল ৫টার দিকে তিনি হযরত শাহপরাণের (র.) মাজার জিয়ারতে যাবেন। এরপর রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এনইউ/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।