ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফেনী: ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বদীপ রায় বাংলানিউজকে জানান, নাছির উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম বাংলানিউজকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ধারাবাহিকতায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব করে বিএরপির আন্দোলন দমানো যাবে না।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।