ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতাসহ নিহত ২ ডাক্তার ফরিদ উদ্দিন

নরসিংদী: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ডাক্তার ফরিদ উদ্দিন (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতা ও অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৯ জুন) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিং এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ উদ্দিন জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিন বারের সাবেক সভাপতি ছিলেন। তবে নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায় এক কিশোর। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হচ্ছিলেন ডাক্তার ফরিদ। এ সময় ঢাকাগামী উপবন ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, নিহত ফরিদের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।