ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা গণফোরামের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
সরকার পতনের এক দফা দাবি ঘোষণা গণফোরামের

ঢাকা: জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফা যৌথ ঘোষণার গণসমাবেশ বুধবার (১২ জুলাই) বিকেল ৪টায় গণফোরাম চত্বরে (নটরডেম কলেজের বিপরীত পাশে) পালন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সেখানে ১ দফা দাবি ঘোষণা করেন গণসমাবেশের প্রধান অতিথি গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

 

ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েসী সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে।

প্রধান অতিথির বক্তব্যে সুব্রত চৌধুরী আরও বলেন- বাংলাদেশকে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনার সরকার এদেশে লংকাকাণ্ড ঘটিয়েছে, দেশের জনগণ আপনাকে অনেক সহ্য করেছে, অনেক সুযোগ দিয়েছে আর না। আপনাকে এদেশের জনগণ বিশ্বাস করে না, আপনি বিদায় হোন তাহলে সারাদেশে শান্তি ফিরে আসবে। আজকে ১ দফা দাবি ঘোষণা করে আমরা ইতিহাস রচনা করতে যাচ্ছি। ঘোষিত ১ দফা দাবির ভিত্তিতে খুব দ্রুত সময়ে শেখ হাসিনা সরকারের বিদায় বাংলাদেশের মাটিতে আমরা করবো।

১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের।  

১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই মঙ্গলবার ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা। ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই ২০২৩ বুধবার, ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা।

গণসমাবেশের সভাপতি বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, নির্বাচন কমিশন যে বক্তব্য দেয় তা থেকেই আমরা বুঝতে পারি আওয়ামী লীগ সরকারের অধীনে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ যে অবৈধভাবে ক্ষমতায় আসে সে কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। এদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নৈরাজ্য কায়েম করেছে। লুটপাট, দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। ১ দফা দাবি আদায়ের মাধ্যমে এদশের জনগণ এই অবৈধ সরকারের পদত্যাগ নিশ্চিত করবে।

আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি- অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য- অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, ফারুক হোসেন, কামাল উদ্দিন সুমন, মাহফুজুর রহমান মাসুম, ইমাম হোসেন, শেখ শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান, অ্যাডভোকেট জসিম, নাজমা আক্তার, রানী শেখ, কামাল আহমেদ সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমকে/এজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।