ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ. লীগ চাইলে বিএনপি ১০ মিনিটও রাজপথে টিকতে পারবে না: সাচ্চু

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আ. লীগ চাইলে বিএনপি ১০ মিনিটও রাজপথে টিকতে পারবে না: সাচ্চু

ঢাকা: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান, সেটা আর কখনো হবে না। আওয়ামী লীগ যদি চায়, তাহলে বিএনপি ১০ মিনিটও রাজপথে টিকতে পারবে না।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন, শেখ হাসিনা বলেছেন, আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবো। আপনারা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক নিয়ে আসেন- নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না দেখতে। কিন্তু নির্বাচনে বাঁধা দেবেন সেটা আমরা হতে দেবো না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোদ-বৃষ্টির মধ্যে যারা শান্তি সমাবেশ সফল করেছেন তাদের ধন্যবাদ। একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা যে নির্দেশ দিবেন, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, নারী কেলেঙ্কারিতে স্কুল থেকে বহিষ্কার হয়ে ঢাকা থেকে মানিকগঞ্জে গিয়ে এসএসসি পাস করেছেন। আর মা প্রধানমন্ত্রী হওয়ার পর ২০০১ সালে হাওয়া ভবন বানিয়েছেন। তারপর দুর্নীতি-সন্ত্রাস করে বিদেশে নিষেধাজ্ঞায় পড়েছেন। ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ১০ ট্রাক অস্ত্র পাচার করতে গিয়ে ধরা খেয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সচিবালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ভরে গেছে। বাইরে থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এটা ট্রেইলার মাত্র, পিকচার কাভি বাকি হে। বিদেশিদের রায় যারা গুরুত্বপূর্ণ মনে করেন, তাদের দম্ভ চূর্ণ করে দেবো।

বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেটিকের জন্য উপযুক্ত নয়, তারা গ্যাংস্টার ডেমোক্রেসি চায় মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, রাজপথে পরাজয়ের ইতিহাস তারা ভুলে গেছে। রাজপথের যুবরাজ ছাত্রলীগ।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশের সভাপতিত্ব করছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বাংলাদেশ সময়: ১৬১৮, জুলাই ২৮, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।