ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ঢাবি ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে বুলবুল আহমেদ (সাংগঠনিক সম্পাদক, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), শিকদার সাজ্জাদ হোসেন তুষার (সহ-সভাপতি, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও জাহিদুল আলম নয়নকে (যুগ্ম-সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

একই সাথে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্ৰীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা আগস্ট ০৫, ২০২৩
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।