ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
যশোরে বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৯ প্রতীকী ছবি

যশোর: যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদের মধ্যে মঙ্গলবার নয়জনকে আটক করেছে পুলিশ।  

মামলায় উল্লেখ করা হয়েছে, সরকারের চলমান উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসে হামলা, গাড়ি ভাঙচুর, ক্ষতিসাধনসহ জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে উল্লেখিত স্থানে বিএনপি-জামায়াতের কতিপয় নেতাকর্মী গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে অন্তর্ঘাতমূলক হামলা করার জন্য লাঠি-সোটা, ইট-পাটকেল ও ককটেল-বোমা নিয়ে অবস্থান করছে- এমন গোপন সংবাদে পুলিশের এসআই সাইদুর ফোর্সসহ উল্লেখিত স্থানে সকালে পৌঁছালে বিক্ষুদ্ধ বিএনপির নাশকতাকারী লোকজন পুলিশ দেখে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে দিকবিদিক ছুটোছুটি করে পালানোর চেষ্টা করে। এক পর্যায় নয়জনকে আটক করা হয়। অন্যরা দৌঁড়ে পালিয়ে যান। আটক আসামিদের কাছ থেকে বোমা, লাঠি-সোটা, ইট জব্দ করা হয়। আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ