ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির শ্রমজীবী কনভেনশন শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
বিএনপির শ্রমজীবী কনভেনশন শুরু 

ঢাকা:পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির শ্রমজীবী কনভেনশনের শুভসূচনা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর তিনটায় রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে অনুষ্ঠিত এই কনভেনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কনভেনশনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)।

কনভেনশনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর পর শান্তির প্রতীক ৩০টি কবুতর উড়ানোর মাধ্যমে কনভেনশনের আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শ্রমজীবী কনভেনশনে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এতে আরও উপস্থিত আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনান্যরা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।