ঢাকা: শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।
শনিবার (৭ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরের হলরুমে সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় ছাত্র সমাজের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আল মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করে তারা শিক্ষিত বেকার হিসেবে দিনের পর দিন অসহায় হয়ে দিন কাটাচ্ছে। সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর শিক্ষিত বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে এখন বলছে উদ্যোক্তা হতে। উদ্যোক্তা হতে যে ব্যাংক থেকে লোন নিতে হয় সেসব শর্ত শিক্ষিত বেকারদের পূরণ করা সম্ভব হচ্ছে না। শিক্ষাজীবনের শিক্ষা সনদ জমা রেখে সহজ শর্তে ঋণ দিয়ে বেকারের সংখ্যা কমানোর দাবি জানান তিনি।
এ সময় সৈয়দপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলাম খান।
উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন, ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, কেন্দ্রীয় সহ-সম্পাদক এ এম সামিউল আলম, রক্সি খান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক পাভেল ইসলাম, সম্মিলিত পলিটেকনিক শাখার আহ্বায়ক নাহিদ কেন্দ্রীয় সদস্য ওসমান গনি, মো. নাজমুল মো. লিয়াজুসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
টিএ/আরবি