ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির আরও ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
ফরিদপুরে বিএনপির আরও ৬ নেতাকর্মী আটক প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বিএনপি ও এর সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা ও শুক্রবার (২৭ আগস্ট) রাতে ফরিদপুর থেকে তাদের আটক করা হয়।

 

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির বেশকিছু নেতাকর্মীদের আটক করে পুলিশ।  

আটকদের মধ্যে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদকে ঢাকার বনানী এলাকা থেকে শনিবার সকালে আটক করেছে পুলিশ। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও ভাঙ্গা উপজেলা যুবদলের নেতা গোলাম আজমকে ঢাকার কাকরাইল এলাকা থেকে শুক্রবার রাতে আটক করা হয়।  

এছাড়া জেলার চরভদ্রাসন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমির খানকে ও সদরপুরের চরমানাই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বজলু মাস্টারকে শুক্রবার রাতে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।