ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতালে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
হরতালে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে চোখে পড়েনি তেমন কোনো যানবাহন। মাঝে মধ্যে দুয়েকটি বাস চললেও সংখ্যায় তা খুবই কম।

সকাল থেকেই নেই তেমন যাত্রীও।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।  

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রয়েছে একেবারে ফাঁকা। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল করে সেখান থেকে আটকও হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে অজানা শঙ্কায় তেমন একটা যাত্রীর দেখাও পাওয়া যায়নি। নেই ব্যক্তিগত যানবাহনও।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক ক্যাম্পের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকে ফাঁকা রয়েছে মহাসড়ক। এর মধ্যে যানবাহন, যাত্রীও নেই তেমন। তবে এখন পর্যন্ত মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।