ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইশফাকসহ ৬ জন পাঁচদিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ইশফাকসহ ৬ জন পাঁচদিনের রিমান্ডে

ঢাকা: পল্টন থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলীসহ ৬ জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন৷ শুনানি শেষে বিচারক তাদের দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রাজধানীর গুলশান-২ নম্বরের বাসা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন ও তাদের গাড়িচালক রাজিবকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বেলা সাড়ে ১২টায় ইশফাক হোসেনকে গুলশানের বাসা থেকে আটক করা হয় বলে জানান ইশরাক হোসেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।