ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

টুকুর সাজার প্রতিবাদে বুধবার তিন জেলায় হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
টুকুর সাজার প্রতিবাদে বুধবার তিন জেলায় হরতাল

ঢাকা: যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সাজার প্রতিবাদে আগামীকাল বুধবার (২২ নভেম্বর) রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল এই তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে যুবদলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হয়।

যুবদলের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর সাজার রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এ রায় বাতিলের আহ্বান জানানো হয়।

যুবদল নেতারা বলেন, অবৈধ আওয়ামী সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। এ সময় নেতারা নগরবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।