ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তফসিল বাতিলের দাবিতে ছাত্রদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
তফসিল বাতিলের দাবিতে ছাত্রদলের মিছিল

ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দশম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নির্দেশনায় বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর অভিমুখে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আক্তার হোসেন, করিম প্রধান রনি, মাহাবুব আলম মাহবুব, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সরকার জসিম উদ্দিন সম্রাট, সহ-সম্পাদক শাহ পরাণ খান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা এ বি এ মারুফ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল হেলাল সোহাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর সাবেক ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজিব।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং সহ-সভাপতি মো. হাসানুর রহমান, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কামাল রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রনি, ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর।

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. পলাশ মিয়া, আনোয়ারুল আমিন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন সৌরভ, মনসুর আলম, প্রচার সম্পাদক জোনায়েদ সিদ্দিক আবুবকর, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এমদাদ হোসাইন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হাবিবুর রহমান সজিব, সদস্য সচিব রায়হান মিয়া, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ওয়াদুদ রহমান শাওন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব তাজরিয়ান শহীদ তোহা, স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুয়েল রানা মিছিলে অংশ নেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ জুবায়ের মুন্সি, সহ-সভাপতি মাহফুজুর রহমান খান, সহ-কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মীর মো. আনোয়ারুল আজিম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জসিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাবিব, সহ-সাধারণ সম্পাদক খন্দকার ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।